কমলগঞ্জে রোহিঙ্গা সন্দেহে নারী-শিশুসহ আটক-৬

// মশাহিদ আহমদ, মৌলভীবাজার :কমলগঞ্জে রোহিঙ্গা সন্দেহে নারী-শিশুসহ ৬জনকে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন-কক্সবাজারের উখিয়া থানার কুতুবপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৫ নম্বর ক্যাম্পের মোহাম্মদ শাহা (১৯), নূর ফাতেমা (১৭), আখলিমা(০৭), সর্ব পিতা- সৈয়দ করিম, জুনায়েদ(২৩), পিতা- মৃত মনির আহমদ, সর্ব স্থায়ী সাং- ক্যাপরুদং, থানা- বুচিদং, জেলা- আইক্যাপ, দেশ- মায়ানমার, বর্তমান সাং- কুতুবপালং শরনার্থী শিবির, ক্যাম্প নং-৫, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার। তহুরা (২৪), পিতা- নজির আহমদ, উমায়ের (৪), পিতা- রজি উল্লাহ, উভয় স্থায়ী সাং- তামিসং, থানা- বুচিদং, জেলা- আইক্যাপ, দেশ- মায়ানমার, বর্তমান সাং- কুতুবপালং শরনার্থী শিবির, ক্যাম্প নং-১৭, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার। জানা গেছে-গত ২৪ জানুয়ারীরাত্রে কমলগঞ্জ থানাধীন ৩নং মুন্সীবাজার ইউনিয়ন এলাকায় ২জন পুরুষ, ২নং নারী, ২জন শিশু সহ মোট ৬জনকে সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি করতে দেখিতে পাইয়া স্থানীয় চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার রোহিঙ্গা সন্দেহে তাদের আটক করিয়া থানায় সংবাদ প্রদান করেন।সেখান থেকে তাদের নিয়ে আসেন চেয়ারম্যান এর মালিকানাধীন মেসার্স তুষার ফিলিং স্টেশনে। এসময় তাদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়। পরে মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদারের জিজ্ঞাসাবাদে তারা তাদের রোহিঙ্গা আইডি কার্ড দেখায়। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করিলে তারা নিজেদেরকে রোহিঙ্গা বলিয়া পরিচয় দেয় এবং জানায় যে, গত ২৩ জানুয়ারী সিলেট শহরে মাজার জিয়ারত করার উদ্দেশ্যে কক্সবাজার জেলাধীন উখিয়া থানার কুতুবপালং শরনার্থী শিবির হইতে পালিয়ে চলে আসছেন।