পাবনায় অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

// পাবনা প্রতিনিধি : পাবনায় অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্দোধন করা হয়েছে বৃহস্পতিবার সকালে পাবনা আমিন উদ্দিন স্টেডিয়ামে প্রশিক্ষণ কমর্ংসুচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন।
বিশদিন ব্যাপী এই প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষার্থী অংশ গ্রহন করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং ক্রীড়া অধিদপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মানিক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ, বাসস ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জেলা ক্রীড়া সংস্থার সহ সহসভাপতি এস মুস্তাকিম সবুজ, কোষাধ্যক্ষ খন্দকার ইদ্রিস আলী।
এ সময় অতিথিগন বক্ত্যবে বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ক্রিকেট বাংলাদেশে ক বিশ^ দরবারে পরিচিত করছে আশা করি ফুটবল ও সাফল্য বয়ে আনবে। সরকার ফুটবল খেলার উন্নয়নে অনেক কাজ করছে আমাদেও এগিয়ে আসতে হবে। বাবা, মা, দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে।