বেড়ায় ৩ দিন পর পাঠদান শুরু হলেও ছাত্র-ছাত্রীর উপস্থিতি কম

// ওসমান গনি, বেড়া, পাবনা ঃ
শৈত্য প্রবাহের কারণে বেড়া উপজেলায় ৩ দিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে পাঠদান বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার উপজেলার সব স্কুল খুললেও ছাত্র-ছাত্রীর উপস্থিতি খুবই কম। শৈত্য প্রবাহ কিছুটা কমলেও শীতের তীব্রতা না কমায় ও গ্রামাঞ্চলে অধিকাংশ অভিভাকদের কাছে ওঈঞ সুবিধা কম থাকার কারণে ছাত্র-ছাত্রীদের পাঠদানের সংবাদ যথাযথভাবে না পৌঁছানোর জন্য ছাত্র-ছাত্রীর উপস্থিতি কম বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে নাকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আফরোজা আজাদ বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আদেশ অনুযায়ী গত ২২ থেকে ২৪ জানুয়ারি বুধবার পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার পাঠদান শুরু হলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম। এ বিষয়ে নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজিজ হায়দার বলেন, ৩ দিন পর পাঠদান শুরু হলেও তার বিদ্যালয়েও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম হয়েছে বলে তিনি জানান।