পাবনার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চালুর ঘোষণা

নিজেস্ব প্রতিনিধিঃ 

পাবনা জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলার ঘোষণা করা হয়েছে। তীব্র শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে না থাকার কারণে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চালুর  ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১হাজার ১শ ৩৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৫শ ২৮টি মাধ্যমিক বিদ্যালয়। পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালীর ২৪ জানুয়ারি স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে নির্দেশনা জারি করা হয়েছে। পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজার স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই পরবর্তীতে বিদ্যালয়গুলো বন্ধ করা হবে বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য তীব্র শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় পাবনা জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ২২/২৩ ও ২৪ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয়েছিল। টানা ৩ দিন সোম/ মঙ্গল ও বুধবার পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো ।