বাঁশি যখন বাজে

// এনামুল হক টগর

গভীর রাত্রির কালো আঁধার ভেঙে,ওই সুদূর পৃথিবীর উদ্যানে নন্দন!

একটি নতুন সূর্য সকাল জেগে উঠবে শ্রমজীবী ও কর্মজীবীর প্রেমে সু-ষমবন্টন।

মাঝে পাখিদের কলকাকলি,পুষ্প সুভাষ,নদীর কল কল শব্দ ধ্বনি মাঝির গান,

বিস্ময় সেই সকালে হঠাৎ মাইকে ঘোষণা হবে শোক সংবাদ জীবনের পরকাল আমল দহন!

কে যেন চলে গেছে আপন ঠিকানায় ওই দূর পৃথিবীর সীমানায় ব্যথিত ক্রন্দন।

বাঁশি যখন বাজে কর্ণে মনোযোগ দিয়ে শোন তাঁর মারফত তত্ত্ব শ্লোক!

অতীত সেতো জীবন কার্যাবলীর ইতিহাসে এক সমষ্টিগত আনন্দ বেদনা স্মৃতি অবাক।

অতীতে ফিরে গেলে অশুভ অপরাধের ঘুর্ণিমান চক্রে তোমাকে ডুবিয়ে দেবে গভীর অজনায়।

ভবিষ্যত সেতো সংঘর্ষময় তাকে চেনা কঠিন বেদনার গভীরে এক ক্ষতবিক্ষত জ্বালা বিস্ময়।

বর্তমান মহামূল্যবান তাকে আঁকড়ে ধরো প্রতিটি পদক্ষেপে নতুন কল্যাণ চেতনায়।

সে তোমার অতীত ও ভবিষ্যতকে প্রশান্ত করবে উন্নত জান্নাত জীবন যৌবন হৃদয়।