কৃষি মন্ত্রী ড.মোঃ আব্দুস শহীদ এমপি-কে ফুলদিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

// মৌলভীবাজার প্রতিনিধি ঃকৃষি মন্ত্রীউপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি-কে ফুলদিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দরা।৭ম বারের মতো মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জয়লাভ করে সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি প্রথম বারের মত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী হয়ে দুই দিনের সফরে (১৮-২০ জানুয়ারী) মৌলভীবাজারজেলার নিজ নির্বাচনী এলাকা সফর উপলক্ষেআজ ১৮ জানুয়ারী বিকালেমৌলভীবাজার সার্কিট হাউজে হলরুমে অবস্থানকালীন সময়েকৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি-কে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দরাফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতিমোঃ সিতার আহমদ (দৈনিক প্রেজেন্ট টাইমস),সহ-সভাপতি- জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার),সহ-সভাপতি- অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গজননী), সাধারণ সম্পাদক মোঃ মশাহিদ আহমদ (দৈনিক আমাদের কন্ঠ/ দৈনিক সিলেট বাণী),সহ- সাধারণ সম্পাদক- রিপন আহমদ (দৈনিক ভোরের সময়/ রাজনগর বার্তা),সদস্য চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি),অর্থ সম্পাদক- আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), সহ- প্রচার সম্পাদক- এমদাদ সুমন (দৈনিক বিশ্ব মানচিত্র)সহনেতৃবৃন্দরা।