// নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসের চাকা পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মো. হোসেন আলী (২৮) ও তার ভাতিজা সাঈদ সারোয়ার (২২)। নিহত সাঈদের বাবার নাম জেকের আলী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানাগছে,মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে সাঈদ ও হোসেন পুঠিয়া থেকে তেঁতুলিয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। আর তাহেরপুর থেকে ছেড়ে আসা এমপি সাফারি (রাজঃ মেট্রো ব ১১-০০৯২) নামক একটি যাত্রীবাহী বাস পুঠিয়ার দিকে আসছিল। আর ওই দুজনের মোটরসাইকেলের গতি বেশি ছিল। তারা কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হয় এবং বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টা দিকে মরদেহ দুটি উদ্ধার জন্য ঘটনাস্থলেই আসেন।ঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই দুই মারা যান। তবে মোটরসাইকেল আরোহীরাই দ্রুত গতিতে থাকার কারনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকার ভেতর ঢুকে যায়। এতে চাকায় পিষ্ট হয় ঘটনা স্থলেই তারা দুজনেই মারা যায়। ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।#