কামরুলহাসান,টাঙ্গাইল পতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে ট্রাক উল্টে সিএনজিকে চাপা দিলে দাদি ও নাতির মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার দুপুর ২ টায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে কালিহাতী উপজেলার চাটিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তাঁতিহারা গ্রামের সোহেল রানার ছেলে আব্দুল্লাহ (১০) ও অপর নিহত হলেন সোহেলের খালা ভূঞাপুর উপজেলার শিয়ালখোল গ্রামের হীরামন (৭৫)। আহতরা হলেন নিহতদের আত্মীয় ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী হাসনা (৩৫) ও সিএনজি চালক কালিহাতীর সয়া পালিমা গ্রামের রবিউল (৩৫)। পরিবারের লোকজন, স্থানীয়রা ও সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করার পর কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শী ও নিহত আব্দুল্লাহর বড় চাচী সোনিয়া জানান তারা পরিবারের লোক ও আত্মীয়রা তিনটি সিএনজি যোগে ঘাটাইল উপজেলার মাইধারচালা গ্রামে খালাতো ননদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলে পৌঁছলে সিএনজিটির সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রাকটি উল্টে সিএনজির ওপরে পড়ে যায়। এতে সিএনজিটি ধুমড়ে-মুচড়ে যায়। এরপরই ঘাটাইলমুখী একটি বাস এসে ট্রাকটির সাথে ধাক্কা খায়। এটি তাদের পরিবারের একমাত্র ছেলে ছিল।