“আচরণ বিধিমালা” বিষয়ে খানসামায় সংবাদকর্মীদের সাথে প্রশাসনের মতবিনিময়

// এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে “আচরণ বিধিমালা” অবগত করতে দিনাজপুরের খানসামা উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: তাজ উদ্দিনের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা কর্মকর্তা মো: মারুফ হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী, খানসামা থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন মিডিয়ায় সংবাদকর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: তাজ উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, প্রার্থী ও সমর্থকেরা আচরণবিধি মেনে প্রচারণা চালাবেন। সেই সাথে উৎসবমুখর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল পক্ষের সাথে সংবাদকর্মীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। আশাকরি সকলের সহযোগিতায় এবার দ্বাদশ সংসদ নির্বাচন সফল ভাবে সম্পন্ন হবে।