টাঙ্গাইল সদর আসনে ৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

// কামরুল হাসান টাংগাইল পতিনিধিঃ  টাঙ্গাইল-৫(সদর) সংসদীয় আসনে ৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাকসক কায়ছারুল ইসলাম প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ করেন।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক পেলেন অ্যাডভোকেট মামুনুর রশীদ, জাতীয় পার্টি(কাদের) আলহাজ¦ মোজাম্মেল হক পেলেন লাঙ্গল প্রতীক, তৃণমুল বিএনপি শরীফুজ্জামান খান পেলেন গমের শীষ,বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)মেজর (অব:) তৌহিদুল ইসলাম চাকলাদার পেলেন নোঙর প্রতীক, ন্যাপ (ভাসানী) হাসরত খান ভাসানী পেলেন কুড়ে ঘর প্রতীক,স্বতন্ত্র প্রার্থী(বর্তমান সাংসদ) আলহাজ¦ ছানোয়ার হোসেন পেলেন ঈগল প্রতীক,মুরাদ সিদ্দিকী পেলেন মাথাইল প্রতীক, জামিলুর রহমান মিরন পেলেন ট্রাক প্রতীক,অ্যাডভোকেট খন্দকার আহসান হাবীব পেলেন কেটলি প্রতীক।
এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন(ট্রাক) মৌখিকভাবে নৌকার প্রার্থীকে সর্মথন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন।
উল্লেখ্য, তফশিল মোতাবেক আগামি ৭ ডিসেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।