// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ শ্রীমঙ্গল শহরের লন্ডন রেস্টুরেন্টে খাবারের মধ্যে পোঁকা পরিবেশন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভুক্তভোগী‘র লিখিত অভিযোগের প্রেক্ষিতে, আজ ১৩ ডিসেম্বর জেলা কার্যালয়ে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম উভয় পক্ষের উপস্থিতিতে শুনানী শেষে এ জরিমানা ও তা আদায় করেন। খাবারের বিষয়ে আরো সতর্কতা থাকবেন বলে লন্ডন রেস্টুরেন্ট এর পক্ষে ম্যানেজার আশিষ দত্ত নিশ্চয়তা প্রদান করেন। এবং খাবারের মধ্যে পোঁকা পরিবেশন করার অপরাধ স্বীকার করে লিখিত অঙ্গিকার প্রদান করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম, আইন অনুয়ায়ী জরিমানার ২৫% টাকা অভিযোগকারী, সাংবাদিক মোঃ ইমরান হোসেন এর হাতে তুলে দেন। উল্লেখ্য- গত ২১ নভেম্বর সাংবাদিক মোঃ ইমরান হোসেন তার পরিবারের লোকজন নিয়ে হোটেলে খাবার খেতে আসেন। এ সময় খাবারের মধ্যে পোঁকা পরিবেশন করা হয়। বিষয়টি হোটেলের ম্যানেজার-কে অবগত করা হলে তিনি কোন ব্যবস্থা গ্রহন করেন নি। পরবর্তীতে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।