কলমাকান্দায় পেঁয়াজের দাম বেশি রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

// কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পেঁয়াজের বাজারে অস্থিরতা কমাতে অভিযানে নেমেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার অভিযানে অনিয়মের অভিযোগে দুই ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে উপজেলা সদরের বিভিন্ন হাটবাজারে পেঁয়াজের দোকানগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে কম দামে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রি, রসিদ সংরক্ষণ না করা ও মূল্যতালিকা না টাঙানোর অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা সদরের মধ্য বাজার এলাকার হাসান মিয়া (২৩) ও একই এলাকার সেলিম মিয়া (২২)।
সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম বলেন, গত তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে ২০০ টাকা পর্যন্ত উঠেছিল। এমন খবর পেয়ে উপজেলা সদরের বিভিন্ন হাট-বাজারে অভিযান চালানো হয়। এসময় দুই পেঁয়াজ ব্যবসায়ীকেকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।