গরীবের পেঁয়াজ ফুলই ভরসা

// ওসমান গনি, বেড়া, পাবনা ঃ
আমরা গরীব মানুয়, পেঁয়াজের যে দাম তাতে আমার মত গরীব মানুষের পেঁয়াজ কেনার সামর্থ্য নেই। তাই পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের সোটা(ফুল) কিনলাম। এই দিয়ে কোন মতে তরকারি নাদে( রান্না) করে খাবো। কথা গুলো আক্ষেপ করে বলছিলেন রোববার সকালে পেচাকোলা বাজারে পেঁয়াজ কিনতে আসা শাজাহান শেখ। তিনি বলেন গত শুক্রবার এক কেজি পেঁয়াজ কিনলাম ১শ টাকা দিয়ে। দুই দিনের ব্যবধানে আজ সেই পেঁয়াজ দুইশ থেকে দুইশ ২০ টাকা কেজি দরে বিক্রয় করছে দোকানিরা। তাই বাজারে উঠেছে নতুন পেঁয়াজের সোটা(ফুল)। বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। পেঁয়াজের পরিবর্তে তাই পেঁয়াজ সোটা নিলাম। এ যেন দইয়ের স¦াদ ঘোলে মেটানোর মত অবস্থা। শাজাহান শেখের মত অনেককেই পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ ফুল ও পেঁয়াজের পাতা কিনে নিতে দেখা যায়। জানা যায়, অভ্যান্তরীণ বাজারে দাম বৃদ্ধির কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে। এ খবর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হওয়ার পর দুই দিনের ব্যবধানে পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার বিভিন্ন হাট বাজারে ১শ টাকা কেজি দরের পেঁয়াজ এখন দুইশ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার কোন কোন জায়গায় খুচরা বাজারে তারও বেশি দামে বিক্রি হচ্ছে বলে ভোক্তারা জানিয়েছেন। হঠাৎ করে পেঁয়াজের দাম দ্বিগুণ হওয়ায় ক্রেতারা হতাশ ও অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। সরেজমিনে রোববার সকালে বেড়া উপজেলার নদী তীরবর্তী পেচাকোলা ও নাকালিয়া বাজারে গিয়ে কথা হয় পেঁয়াজ কিনতে আসা ক্রেতা আবুল হোসেন, সনত দাস, সাত্তার ব্যাপারী, উমর আলী সহ বেশ কয়েক জন ক্রেতার সঙ্গে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন দুই দিন আগে ভাল মানের দেশি পেঁয়াজ কিনলাম ১শ থেকে ১শ ২০ টাকা কেজি দরে। হঠাৎ করে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে কেজিতে ৮০ থেকে ১শ টাকা বেড়ে গেছে। হায়! রে আমাদের দেশ। বাজার নিয়ন্ত্রণ নেই, ইচ্ছামত বিভিন্ন অজু হাতে ব্যবসায়ীরা যখন তখন লাগামহীন ভাবে বিভিন্ন পণ্য সামগ্রীর দাম বাড়িয়ে দিচ্ছে, এ যেন মগের মুল্লুক, দেখার কেও নেই।