ইবি শিক্ষক সমিতির নির্বাচন বর্জন বিএনপি পন্থী শিক্ষকদের

// ইবি প্রতিনিধি। 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করবেনা বিএনপি পন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ। শনিবার (০৯ ডিসেম্বর) রাতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো.আব্দুস সামাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিরাজমান পরিস্থিতির প্রতিবাদ ও কেন্দ্রীয় জিয়া পরিষদের পরামর্শের আলোকে আসন্ন ইবি শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ এ অংশগ্রহণ না করার  বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে জিয়া পরিষদ। এছাড়াও জিয়া পরিষদের সদস্যদের নির্বাচন থেকে বিরত থাকতে বলা হয়েছে। 

গত ৫ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২৩ এর তফসিল ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনের রির্টানিং অফিসার অধ্যাপক মো. মিজানুর রহমান। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে শিক্ষক সমিতির ভোটগ্রহণ চলবে। ভোট গননা শুরু হবে বিকেল ৩ ঘটিকায়।