পাবনায় প্রতিবন্ধি দিবস পালিত

// পাবনা প্রতিনিধি : পাবনায় র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা আয়োজনে পালিত হয়েছে ৩২ তম আর্ন্তজাতিক প্রতিবন্ধি দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধি দিবস ।
রবিবার সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা ও জেলা প্রতিবন্দি সাহায্যকেন্দ্র এর আয়োজনে র‌্যালী শেষে জেলা শিল্পকলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুল কবীরের সঞ্চালনায় এসব কর্মসুচীতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, এনএসআই এডি কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম সরোয়ার, জেলা প্রতিবন্ধি সাহায্য কেন্দ্র কর্মকর্তা ফারজানা তাজ, সমাজ সেবা সংগঠনের সদস্য নিহার আফরোজ জলি , সমাজ সেবা কর্মকর্তা হাফিজ আহমেদ, প্রতিবন্ধি সানোয়ার হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। এদের সঠিক ব্যবহার করলে এরা সম্পদে পরিণত হবে। দেশের উন্নয়নে বিষেশ ভুমিকা রাখবে। এদেও প্রতি দৃষ্ঠিভঙ্গি পাল্টাতে হবে।