// আজিম উল্যাহ হানিফ:
একজন সংগঠক ও সমাজকর্মী তাছলিমা শাহনুরের জন্ম ১৯৮১ সালের ১ জানুয়ারী কুমিল্লা জেলার লাকসাম উপজেলার লাকসাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের গুন্তি গ্রামে। পিতা-সৈয়দ আবদুর রশিদ, মাতা-সৈয়দা আমেনা খাতুন। ৪ ভাই ২ বোনের মধ্যে তিনি ৫ম। সবার বড় ভাই ইঞ্জিনিয়ার এবং সবার ছোট ভাইও ইঞ্জিনিয়ার। তিনি এসএসসি পাশ করেন ১৯৯৭ সালে নরপাটি উচ্চ বিদ্যালয় থেকে, ১৯৯৯ সালে এইচএসসি পাশ করেন লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ থেকে, ডিগ্রি পাশ করেন ২০০২ সালে লাকসাম সরকারি কলেজ থেকে। ২০০৩ সালে লালমাই উপজেলার হরিশ্চর গ্রামের সন্তান মোহাম্মদ শাহনুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একমাত্র সন্তান তাহিয়াত শাফিন দশম শ্রেনীতে অধ্যয়ণরত। লেখালেখি শুরু করেন ১৯৯৬ সাল থেকেই। সাহিত্য-সাংস্কৃতিক-সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে জড়িত আছেন- সৈয়দ আমেনা-রশিদ কল্যাণ সংস্থা (সার্কস) প্রতিষ্ঠাতা সভাপতি, পারি ফাউন্ডেশনের সদস্য, বিডি ক্লিন উত্তরা জোনের সমন্বয়ক, স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটির উপদেষ্টা, উম্মেষ পাঠশালার শিক্ষক, পারি পাঠশালার শিক্ষক, উত্তরা নাট্যঙ্গন সেক্রেটারি, শ্লোক আবৃত্তি সংগঠনের কার্যকরী কমিটির সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোট-উত্তরা সদস্য, বাংলাদেশ কবি সভা (বাকস) সদস্য, নিশিকাঞ্চন’র সহ-সভাপতি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপ-ইউনিট লিডার, লাকসাম লেখক সংঘের সদস্য, ভাষাসৈনিক আবদুল জলিল পরিষদ সদস্য, সায়েম মাহবুব স্মৃতি সংসদের সদস্য, কবি এস এম আবুল বাশার স্মৃতি সংসদের সদস্য, পথশিশুদের সংগঠন-“একটু হাসি ইশকুল”র পরিচালক, কবি আসাদ চৌধুরী স্মৃতি সংসদের সদস্য, কবি মাইদুল ইসলাম মুক্তা স্মৃতি সংসদের সদস্য, সাংবাদিক শামছুল করিম দুলাল স্মৃতি সংসদের সদস্য, কুমিল্লা কবি ফোরামের সদস্য, উষসী পরিষদের সদস্য, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সদস্য, অনুশীলন ভার্চুয়াল কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছলিমা শাহনূর একজন মানুষ, নানান গুনে গুনান্বিত একজন মানুষ। তিনি একাধারে একজন কবি, ছড়াকার, গল্পকার, লেখক, প্রাবন্ধিক, উপন্যাসিক, সংগঠক, শিক্ষক, নাট্যকর্মী, বাচিকশিল্পী, সমাজকর্মী। প্রকাশিত গ্রন্থ সংখ্যা একক ৩টি। যৌথ গ্রন্থ রয়েছে প্রায় দেড় শতাধিক। একক গ্রন্থগুলো হলো: ২০১৫ সালে বইমেলায় প্রকাশিত অন্তদৃষ্টি (কাব্যগ্রন্থ), ২০১৬ সালে বইমেলায় প্রকাশিত সময়ের ব্যবধানে জীবন (উপন্যাস), ২০১৮ সালে বইমেলায় প্রকাশিত অমীমিংসিত (কাব্য)। পুরষ্কার হিসেবে সম্মাণণা ও পদক অর্জন করেছেন: সময়ের ব্যবধানে জীবন গ্রন্থের জন্য লেখক সম্মানী, অমিমাংসিত গ্রন্থের জন্য বাবুই প্রকাশনী থেকে পদক, ইন্ডিয়া থেকে প্রাপ্ত সমরেশ চৌধুরীর মাধ্যমে একটি ক্রেস্ট পান তিনি। তিনি ঢাকার উত্তরা বসবাস করেন। কিন্তু যে কোন কাজে তিনি সবসময় এলাকায় ছুটে আসেন।