বিশেষ প্রতিনিধিঃ
আজ সোমবার ২৭ নভেম্বর সকাল ১০টায় পাবনা সদর উপজেলার আব্দুর রব বগা মিয়া মিলনায়তনে পাবনা সদর উপজেলা সমবায় কার্যালয় ও সহকারি প্রকল্প পরিচালক সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি তৃতীয় পর্যায়ের আওতায় মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গ্রাম উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে তৃতীয় পর্যায়ে সম্প্রসারণ করা হচ্ছে ‘সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি’। এর আগে দুই পর্যায়ের সফলতার পর তৃতীয় ধাপে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ পর্যায়ে দেশের সব জেলার ১৬২টি উপজেলায় ১০ হাজার ৩৫টি গ্রামে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সম্প্রসারিত এ অংশ সম্পূর্ণ বাস্তবায়ন হবে সরকারের নিজস্ব অর্থায়নে। এতে ব্যয় হবে ৩০১ কোটি পাঁচ লাখ টাকা। এ কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রামভিত্তিক একক সমবায় সংগঠনের আওতায় ধনী-দরিদ্র, নারী-পুরুষ, কিশোর-কিশোরী নির্বিশেষে সব পেশা ও শ্রেণীর জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদের আর্থ-সামাজিক অবস্থার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা হবে। সহকারি প্রকল্প পরিচালক পাবনা সদর ও উপজেলা সমবায় কার্যালয়,পাবনা সদর পাবনা, মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ বা অনলাইন ই-লার্নিং প্রশিক্ষণের জন্য সুনির্দিষ্ট কৌশল এবং মডেল ব্যবহার করে প্রশিক্ষণ কোর্স তৈরি এবং বাস্তবায়নের জন্য প্রকল্পের আওতায় সমবায় সমিতি গঠনের মাধ্যমে দক্ষতা ও আয় বৃদ্ধিসংক্রান্ত কর্মকাণ্ডের ওপর প্রশিক্ষণ দেয়া এবং সমবায় সমিতিগুলোর সদস্যদের ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মূলধন গঠন এবং তা থেকে বিনিয়োগের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সৃষ্টি করার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সমবায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা সমবায় অফিসার সোলাইমান বেগ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন প্রামানিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজ আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাসুদ রানা ও শামসুল হুদা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক দেওয়ান মাযহারুল ইসলাম মুন্নু। অনুষ্ঠানে সদর উপজেলা পর্যায়ের ৬০ জন নারী ও পুরুষ সমবায়ী উপস্থিত ছিলেন।