// বিশেষ প্রতিনিধি : মাহাতাব বিশ্বাস গ্রীণ সিটিতে আধুনিকমানের দৃষ্টিনন্দন মসজিদ ও মাদ্রাসা স্থাপনের কাজ খুব শীঘ্রই শুরু করার কথা জানালেন, শিক্ষাবিদ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি তার মরহুম ছেলের নামে নামকরণ করে ফরিদুজ্জামান জামে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠার কথা জানালেন। গতকাল সোমবার সাংবাদিকদের সাথে এক মতবিণিময়কালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ফরিদা টাওয়ারে তার কর্পোরেট অফিসে একথা বলেন। গ্রীণ সিটিতে বসবাসকারী ও এলাকাবাসীর প্রয়োজনে এই মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পণার কথা জানান তিনি।
আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস পাবনা কলেজসহ তার নিজ গ্রাম দুবলিয়ায় স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও পাবনার বিভিন্ন শিক্ষা ও ধর্মীও প্রতিষ্ঠানের উন্নয়নে নিজস্ব অথার্য়নে প্রতিনিয়তই সহযোগীতা করে আসছেন। মতবিণিময়কালে তিনি শেষ ইচ্ছার কথা জানাতে গিয়ে বলেন, তার জীবদ্দশায় পাবনার মানুষের জন্য মাহাতাব বিশ্বাস সায়েন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় (মাস্ট) (প্রস্তাবিত) প্রতিষ্ঠার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে, যা তিনি দেখে যেতে চান। তিনি বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকার সদয় হলে এ বিশ্ববিদ্যালয়টি দ্রুত বাস্তবায়ন সম্ভাব।