ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প সেনাবাহিনীর দ্বারা বাস্তবায়নের দাবীতে বিশাল মানববন্ধ অনুষ্ঠিত

// স্টাফ রিপোর্টার : একনেকের বৈঠকে অনুমোদনকৃত পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা বাস্তবায়নের দাবীতে শনিবার ১৮ নভেম্বর বেলা ১১ টা থেকে ১২ টায় পর্যন্ত পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ১৬ টি ব্যানার নিয়ে কয়েকশত পাবনাবাসী একনেকের বৈঠকে অনুমোদনকৃত ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা বাস্তবায়নের জন্য জোর দাবী জানান। বক্তারা আরোও বলেন, সম্প্রতি ইছামতি খনন ও নদীর দু‘পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সেই টাকার মধ্যে মাত্র ১ কোটি টাকার কাজ করার পর ঠিকাদার তার কাজ বন্ধ করে চলে যান। ইতিপূর্বে বিভিন্ন সময়ে ইছামতি নদী খনন কাজের জন্য বহু টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। পাবনার কৃতিসন্তান মহামান্য রাস্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর আন্তরিক প্রচেষ্টায় ৩১ অক্টোবর একনেকের বৈঠকে ১৫৫৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বক্তাগণ এজন্য মহামান্য রাস্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম‘র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন মাহাতাব বিশ^াস সাইন্স এন্ড টেকনোলজি ( প্রস্তাবিত) বে সরকারি বিশ^বিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ¦ মাহাতাব উদ্দিন বিশ^াস। বিশেষ অতিথির বক্তব্য দেন রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ^াস রানা। আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি পূর্ণিমা ইসলাম, সাংগঠনিক সম্পাদক ড. মনছুর আলম, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা খাতুন,অর্থ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সর্বসদস্য স্বাধীনতা শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখার সহ সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, ইমাম গাযযালী গালর্স স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, খয়ের সূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন অধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া, সামছুলহুদা ডিগ্রী কলেজ সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খোকন, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম মুন্নু, বঙ্গবন্ধু পরিষদ পাবনা সদর উপজেলা সভাপতি প্রধান শিক্ষক( অবঃ) তোফাজ্জল হোসেন, হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম,পাবনা আদর্শ গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক ওলিউর রহমান, সাবেক প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, সহকারী প্রধান শিক্ষক উন্ম সালমা কোহিনুর, এমসি জুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন মোল্লা,জেলা এমবিএ ফোরমের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ আমিনুর রহমান খান,আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মেহেরুন নেছা শাহজাহান, উন্মুক্ত বিশ^াবিদ্যালয়েরযুগ্ম আঞ্চলিক পচিালক আয়নুল হক, অবসরপ্রাপ্ত কর্মকর্তা শফিউদ্দিন মিয়া,৭১ টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, এমএস ল্যাবরোটারিজের চেয়ারম্যান মাহবুবুল আলম ফারুক, উত্তরণ সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা আলমগীর কবির হৃদয়, বাংলাদেশ কবিতা সংসদ প্রধান কার্যালয় পাবনার সভাপতি কবি মানিক মজুমদার, বিং হিউম্যান বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ের সভাপতি শোইআব আহমেদ, ইছামতি থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী, লোক সংস্কৃতিক পরিষদের পক্ষে আব্দুল কাইয়ুম, শহীদ রফিক আহমেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আনসার ভিডিপির সাবেক পরিচালক আব্দুল খালেক, ইমাম গাযযালী গালর্স হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুলমান্নান ভূইয়া, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক রবিউল ইসলাম রবি, সাংবাদিক জহুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত কর্মখর্তা ছাইফুজ্জামান, পড়শীর নির্বাহী পরিচারক মালা সরকার, নারী উদ্যোক্তা ফারজানা ইসলাম, সদর উপজেলা কৃষকলীগের নেতা আতিকুর রহমান, , মা একাডেমীর সভাপতি সুমন আলী প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মাছরাঙার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যান সমিতির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, এনজিও নেত্রী আলেয়া ইয়াসমিন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী করুনা নাসরিন, নারগীছ আরা,দাউদ, সাংবাদিক হুমায়ন রাশেদ,বাঁচতে চাই‘র পক্ষ থেকে আতাউল হক মাসুম, আমিনুর রশীদ, সুচিতার পক্ষে জুলেখা খাতুন,সাইমা ইয়াসমিন, আফরোজা খাতুন, অঞ্জনা দত্ত, মোহাম্মদ শহিদুল ইসলাম, কে এম আবুল হোসেন, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, আল আমিন, সুপার আব্দুল আলিম, আব্দুস সালাম,জিনিয়া আফরোজ, মোহছিনা খাতুন সেতু, রেহানার খানম, শহিদুল ইসলাম, মোনায়েম খান, আরিফুল ইসলাম, রিয়াদ, মধুসূদন মজুমদার, আমাজাদ হোসেন, সুকুমার সরকার, শিক্ষক ছাইফুল ইসলাম, শিক্ষক আব্দুল গফুর, সাদ আহমেদ,মিজান, সাআদ আল সামী, সাংবাদিক রোকন বিশ^াস, শফিকুল সবুজ, মনোয়ার পারভেজ মানিক,শিক্ষানবিশ আইনজীবি মীর ফজলুল করিম বাচ্চু, আব্দুস সাত্তার শেখ, মনজু আরা ইয়াসমিন, রনি বিশ^াস, আবুল কালাম আজাদ, আব্দুল কাদের মাস্টার, সাখাওয়াত হোসেন, জান্নাতুল ফেরদৌস, রাব্বি, তামান্না, রেহান প্রমুখ। সম্প্রতি মাছরাঙা টিভির উত্তরাঞ্চলীয় বুরে‌্যাচীফ উৎপল মীর্জার বাসায় সন্ত্রাসী হামলার নিন্দা জ্ঞাপন এবং দোষীদের দৃষ্টান্ত শাস্তি দাবী করা হয়। মানববন্ধনে ইছামতি নদী উদ্ধার আন্দোলন, মাহাতাব বিশ^াস গ্রীণ সিটি, রানা গ্রুপ, রিভারাইন পিপলস, পাবনা জেলা এমবিএ ফোরাম, পাবনা আদর্শ গালর্স হাই স্কুল, ইমাম গাযযালী গালর্স হাই স্কুল এন্ড কলেজ, বাঁচতে চাই, শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তরণ সাহিত্য আসর সহ বিভিন্ন সংস্থার ১৬টি ব্যানার নিয়ে কয়েকশত শিক্ষক, আইনজীবি, ব্যাবসায়ী, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, জাতীয় পত্রিকা ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি অংশ নেন।