পাবনায় এ.আর প্লাজা ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে দোকান বন্ধ রেখে মানববন্ধন

আবদুল জব্বার, পাবনা :
পাবনার ‘এ.আর প্লাজা’ কর্তৃপক্ষ কর্তৃক মার্কেটের ব্যবসায়ী দোকান মালিকদের হুমকির প্রতিবাদে গতকাল (১৮ নভেম্বর) আব্দুল হামিদ সড়ক মানব-বন্ধন করেছে দোকান মালিকেরা। সকাল ১০ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ.আর প্লাজা দোকানের ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন অনুষ্ঠান চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোহাম্মদ বাবু, খালিদ হাসান, মোহাম্মদ সেনা এবং সিরাজুল ইসলাম প্রমূখ। বক্তাগণ ‘এ.আর প্লাজা’ মালিক কর্তৃপক্ষ কর্তৃক সন্ত্রাসী দিয়ে গত ১৬ নভেম্বর রাত সাড়ে ৮ টায় ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি জাকির হোসেনকে প্রাণ নাসের হুমকি প্রদান করার তীব্র প্রতিবাদ জানান। বক্তারা আরো বলেন, মালিক কর্তৃপক্ষ কর্তৃক পাবনা পৌরসভার প্লান বহির্ভূতভাবে সংস্কারের নামে মার্কেটের আকার আকৃতি পরিবর্তন ও নির্মাণ কাজ বন্ধ করার জন্য জোর দাবি জানান।
উল্লেখ্য, পাবনা শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ সড়কের ‘এ.আর প্লাজা’ নামে বিগত ১৯৯৮ সালে পাবনা পৌরসভার প্লান অনুসারে অভিজাত শপিং সেন্টার নির্মিত হয়। বিগত করোনা ভাইরাসের সময় লক ডাউনের কারণে দোকান পাঠ বন্ধ থাকার কারণে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এরপর মার্কেট মালিক কর্তৃপক্ষ নির্মাণ কাজের নামে দিন রাত দোকান খোলা অবস্থায় দীর্ঘ তিন বছর যাবৎ মার্কেটের একমাত্র প্রবেশপথ বন্ধ রেখে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
মানববন্ধন শেষে মার্কেটের দোতালায় ব্যবসায়ী মালিক সমিতির এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় জাকির হোসেন কে সভাপতি এবং মোহাম্মদ বাবুকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ‘এ.আর প্লাজা’ ব্যবসায়ী দোকান মালিকদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এছাড়াও সভায় গৃহীত সিদ্ধান্ত মতে ১৯ নভেম্বর পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর দাবী সম্বিলিত স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্মারকলিপির অনুলিপি পাবনা জেলা চেম্বার অব কমার্স, পাবনা পৌরসভা এবং পাবনা প্রেসক্লাবে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।