আগামী প্রজন্মকে জ্ঞানে-গুণে উন্নত করার লক্ষ্যে সরকার নিরলস কাজ করছে-ডেপুটি স্পীকার

// আবদুল জব্বার, পাবনা।

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, জাতির পিতার নির্দেশনা ছিল যত দ্রুত আমরা শতভাগ শিক্ষিতের জাতি গড়ে তুলতে পারবো বাংলাদেশের মানুষ তত দ্রুত ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও উন্নত জীবন পাবে। তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মিত হবে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি কুদরত-ই-খোদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন। শিক্ষার সার্বিক মানোন্নয়নে সকল ভাবনা সরকারের রয়েছে। আগামী প্রজন্মকে জ্ঞানে-গুণে উন্নত করার লক্ষ্যে সরকার নিরলস কাজ করছে।

আজ (সোমবার) পাবনার বেড়া উপজেলায় ভারেঙ্গা একাডেমি এর উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন প্রসঙ্গে ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা সবময়ই শোষিতের পক্ষাবলম্বন করেছেন। জাতির পিতার কন্যা বাঙালি জাতির পক্ষে এ ধরনের মানবতাবিরোধী বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশে ইসলাম ধর্মকে ব্যবহার করে যারা ক্ষমতায় থেকেছে অথচ তারা এ হামলার নিন্দা জানাতে পারে নি। তাদের প্রভুদের পদলেহন করতে গিয়ে তারা মানবতার পক্ষে দাড়াতে পারছেনা, ন্যুনতম নিন্দাও তারা জানাতে পারেনি। ১৯৭১ সালেও একইভাবে তারা মানবতার পক্ষে না দাড়িয়ে হায়েনাদের পক্ষে অবস্থান নিয়েছিল।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলামের এর সভাপতিত্বে বেড়া পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।