// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
নওগাঁর রানীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুর রহমান ( ৪৮) কে দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলাপাথরি কুপিয়ে হত্যার চেষ্টা ভাবে আহত করেছে। গতকাল রোববার (১২ নভেম্বর) বেলা ১০ টায় পারইল ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। আহত ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমানকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আদমদীঘি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান তার অবস্থা আশংকাজনক।
পারইল ইউনিয়ন পরিষদে গিয়ে জানাগেছে, গত রোববার বেলা ১০ টায় ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান তার কক্ষে ইউপি সচিব ও সেবা নিতে আসা কয়েক জন বসে কাজ করছিলেন। এসময় ৪টি মোটরসাইকেল যোগে হিলমেট পড়া ৬ থেকে ৮জন দুর্বৃত্ত ইউপি ভবনে ঢুকে প্রথমে চেয়ারম্যান কক্ষে গিয়ে চেয়ারম্যানের সাথে কথা রয়েছে বলে সবিচসহ অপর লোকদের সরিয়ে দিয়ে ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথরি কুপাতে থাকে। এসময় প্রান ভয়ে চেয়াম্যান দৌঁড়ে কক্ষ থেকে বের হলে সেখানেও কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা আবাদপুকুরের দিকে চলে যায়। দুর্বৃত্তরা প্রায় ৭ মিনিট এই তান্ডব চালায় বলে প্রত্যক্ষদর্শি ওই ইউপির সচিব তরিকুল ইসলাম জানান। পরে স্থানীয় লোকজন মারাত্বক জখম অবস্থায় ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমানকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রানীনগর থানার ওসি আবু ওবায়ের জানান, চেয়ারম্যানকে ছুরিকাঘের খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে দুর্বৃত্তদের শনাক্ত করতে চেষ্টা চলছে।