// নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও দেশটিতে নারী-শিশু নির্বিচারে হত্যা বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় ফিলিস্তিন জিন্দাবাদ,ইসরায়েল নিপাত যাকসহ নানা শ্লোগান দেওয়া হয়। এতে বক্তব্য দেন,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্মম হামলায় হাজার হাজার নারী ও শিশু হত্যা হচ্ছে। এটি বিশ্বের অমানবিক ঘটনা। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে। যারা এতদিন ফিলিস্তিনিদের জন্য মায়া কান্না করেছে তারা আজ নিশ্চুপ। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসতে আমেরিকার ঘাড়ে ভর করেছে। ওয়ার্কার্স পার্টি মনে করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রই একমাত্র সমাধান। এ সময় তিনি নিরীহ ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবি জানান। মানববন্ধন কর্মসূচি ও সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। পরিচালনা করেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদকম-লীর সদস্য ও জেলা যুব মৈত্রী সভাপতি মনির উদ্দিন পান্না। আরো বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র কমিটির সদস্য ও জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, কেন্দ্র কমিটির সদস্য ও মহানগরের সম্পাদকম-লীর সদস্য সাদরুল ইসলাম, মহানগর সম্পাদকম-লীর সদস্য সিরাজুর রহমান খান প্রমুখ।