বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দলিল লেখক সমিতির নামে চাঁদা আদায় বন্ধে কঠোর বার্তা দিয়েছেন সাব রেজিস্ট্রার আব্দুর রহমান মো. তামীম।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২ টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলিল লেখকদের নিয়ে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন তিনি।
তিনি সাংবাদিকদের মতবিনিময়কালে জানান, আমার নাম ভাঙিয়ে ও দলিল লেখক সমিতির নামে জমির রেজিস্ট্রি করতে আসা ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।
দলিল লেখক সমিতির চাঁদা আদায়ের নামে দাতা-গ্রহিতাদের হয়রানি করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বকশীগঞ্জ সাব রেজিস্ট্রার আব্দুর রহমান মো. তামীম আরও বলেন, দলিল লেখকরা পারিশ্রমিক বাবদ দলিলের প্রতি পাতার জন্য ১৫ টাকা নিতে পারবেন। আর দলিলের সরকারি ফি অবশ্যই ব্যাংক পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করবেন।
কোন দলিল লেখক সরকারি ফি এর বাইরে সাব রেজিস্ট্রার বা দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত ফি নিলে সেই দলিল লেখকের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।
সাব রেজিস্ট্রারের এই ঘোষণার পর থেকে দলিল লেখকদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
দলিল লেখকদের অনিয়ম বন্ধে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
১৫ অক্টোবর আব্দুর রহমান মো. তামীম বকশীগঞ্জ সাব রেজিস্ট্রার পদে যোগদান করে দলিল লেখক সহ সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি ঘোষণা করেন।
তিনি দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে জমির ক্রেতা-বিক্রেতাদের সচেতন ও সজাগ হওয়ার আহবান জানান।