// লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাট কালীগন্জ উপজেলার দলগ্রামে লাইসেন্স বিহীন তেলের ডিপো বন্ধে জেলা প্রশাসক বরাবর আবেদন দাখিল করেছেন মোস্তাফিজার রহমান। মঙ্গলবার ৭ নভেম্বর জেলা প্রশাসক,পুলিশ সুপার,উপজেলা নির্বাহী অফিসার কালীগন্জসহ ৬ টি দপ্তরে এই আবেদন দাখিল করেছেন। দাখিলকৃত আবেদনে জানাগেছে,কালীগঞ্জ দলগ্রামের জীবেরহাটের মেসার্স তৌহিদ ট্রেডার্সের মালিক মোঃ নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীন তেলের ডিপোতে পেট্রোল,ডিজেলসহ অকটেন বিক্রয় করে আসছেন। দেশের বিরাজমান অবস্থায় ওই তেলের ডিপো থেকে পেট্রোল দিয়ে সন্ত্রাসীরা বোমা তৈরী করতে পারে আশংকা করছেন অনেকে। যা রাষ্ট্রের বড় ধরনের ক্ষতি হওয়ার আশংকাও করেছেন।ফলে লাইসেন্স বিহীন তেলের ডিপো বন্ধের দাবি জানান। এব্যাপারে মেসার্স তৌহিদ ট্রেডার্সের মালিক মোঃ নজরুল ইসলাম এর সাথে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।