ভাঙ্গুড়ায় নাশকতা মামলায় যুবদল নেতা শামীম গ্রেপ্তার

// ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামি যুবদল নেতা শামীম আহমেদ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত শামীম ওই গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে ও দুধ ব্যবসায়ী। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি নাশকতা মামলার পলাতক আসামি। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত মাসে থানায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছিল। মামলাটি হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, সাম্প্রতিক হরতাল ও অবরোধকে কেন্দ্র করে ভাঙ্গুড়া উপজেলায় এ পর্যন্ত বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিএনপি-জামাতের ৩০জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।