ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সমবায় সদস্যের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনে মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে সমবায় সমিতির ১০জন সদস্যের মাঝে ৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ, থানার ওসি তদন্ত মো. মিজানুর রহমান, ভাঙ্গুড়া মিল্ক ভিটা দুগ্ধ সমিতির ম্যানেজার ডা. এস এম সরোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মজিবর রহমান ও চড়-ভাঙ্গুড়া সমবায় সমিতির সদস্য নাসরিন বেগম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফেরদৌস আলম ও ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক মানিক হোসেনসহ নিবন্ধিত সমবায় গুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।