“ নৈরাজ্য পরিহার করি, স্মার্ট বাংলাদেশ গড়ি” শ্লোগানে পাবনায় আ.লীগ নেতা সবুজের জনসংযোগ

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর ও বেড়া উপজেলার বিভিন্ন স্থানে “ নৈরাজ্য পরিহার করি, স্মার্ট বাংলাদেশ গড়ি” এই শ্লোগান নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জনসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা, মতবিনিময়, আলোচনা সভা করছেন কেন্দ্রিয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক আশিকুর রহমান খান সবুজ। এসব কর্মসুচীতে ৪ শতাধিক মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রা করেন কেন্দ্রিয় ছাত্রলীগ ও যুবলীগে এ নেতা ।
শনিবার দিনব্যাপী পাবনা জেলার সুজানগর, চব্বিশ মাইল, মসজিদ পাড়া ও বেড়া উপজেলার কাজির হাট, কাশিনাথপুর, মাসুমদিয়া, রুপপুর আমিনপুর এলাকায় বিভিন্ন স্থানে দ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনসচেতনতা মুলক কাজ করছেন সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগের এ নেতা। এসময় সুজানগর ও বেড়া উপজেলা বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তিত্ব, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, ছাত্র অংশ গ্রহন করেন।
মতবিনিময় কালে আশিকুর রহমান সবুজ স্মার্ট বাংলাদেশের কনসেপ্ট তুলে ধরে বলেন, ১৪ বছর আগে ঘোষিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অভাবনীয় সফলতা আসার পর এখন বর্তমান সরকার ভিশন : ২০৪১ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ঘোষনা দিয়েছে এবং কাজ শুরু করেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে জনগণের ব্যাপক ভুমিকা থাকবে । স্মার্ট বাংলাদেশে গড়তে সরকারের চারটি মুল স্তম্ভ হলো- স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি ও স্মার্ট ইকোনমি।
পাবনা-২ সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সবুজ বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার সরকার প্রানপণ কাজ করছে এমন সময় এই সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতা বিরোধী মহল নানা ধ্বংসাত্বক কজে লিপ্ত রয়েছে। সরকারের উন্নয়ন ব্যহত করতে নানা ষড়যন্ত্র চলছে এ ব্যাপাওে দেশপ্রেমী জনতা সচেতন থাকতে হবে। শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে জনগণের ভুমিকার কোন বিকল্প নাই। স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক হয়ে গর্বিত হতে চাই।
গণসংযোগকালে সবুজের সাথে ছিলেন,