বগুড়ায় জলবায়ু পরিবর্তনে শিশুদের ভাবনা শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সঞ্জু রায়, বগুড়াঃ

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে বগুড়ায় ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে সোমবার বিকেলে শহরের সাতমাথা সাতরং একাডেমীতে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিশুদের ভাবনা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ইয়েস বাংলাদেশের ব্যবস্থাপনায় ব্যতিক্রমী এই বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী প্রায় ২০ জন ক্ষুদে চিত্রাঙ্কন শিল্পী অংশ নেয় যাদের চিত্রপটে ফুঁটে উঠে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতি সৃষ্ট নানা নেতিবাচক দিক। শুধু তাই নয় দিনে দিনে বৃক্ষ কমে যাওয়ায় বাতাসে ক্ষতিকারক গ্যাসের বৃদ্ধিতে মানবজীবনে যে কি ক্ষতি ডেকে আনছে তাও শিশুরা তাদের শৈশবের তুলিতে ফুঁটিয়ে তুলেছে। বর্তমান প্রজন্মকে জলবায়ু পরিবর্তনে সৃষ্ট নেতিবাচক পরিস্থিতি মোকাবেলায় নিজেদের প্রস্তুতের আহŸান জানিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। এনসিটিএফ বগুড়া জেলা ভলেন্টিয়ার গণমাধ্যমকর্মী সঞ্জু রায় ও সাতরং একাডেমীর পরিচালক চন্দন কুমার রায়ের সার্বিক ব্যবস্থাপনায় শিশুদের নিয়ে প্রাণবন্ত এই আয়োজনে এনসিটিএফ বগুড়ার সভাপতি শাহরিয়ার নাফিজ, সাধারণ সম্পাদক মালিহা ইসলাম, শিশু সাংসদ মিরাব্বী হাসান সিয়াম, জেলা ভলেন্টিয়ার হাবিবা নাসরিনসহ প্রমুখ সহযোগিতা করেন। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে ফাইয়াজ রহমান (রুপান্তর), ২য় স্থান অর্জন করে মাধুর্য্য ভৌমিক এবং ৩য় স্থান অর্জন করে বিজয়ী হয় আতকিয়া আনজুম তাশা। বিজয়ীদের পরবর্তীতে শিশু অধিকার সপ্তাহের আলোচনা সভায় পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।
এদিকে প্রতি বছর এনসিটিএফ এর এমন ব্যতিক্রমী আয়োজন প্রসঙ্গে উত্তরবঙ্গের স্বনামধন্য চিত্রাঙ্কন প্রশিক্ষক সাতরং এর পরিচালক চন্দন কুমার বলেন, নিজেরা শিশু হয়েও এনসিটিএফ বগুড়ার নেতৃবৃন্দরা যেভাবে অন্য শিশুদের নেতৃত্ব বিকাশে বছরব্যাপী নানা সৃজনশীল উদ্যোগ নিয়ে থাকে তা সত্যিই প্রশংসনীয়। জলবায়ু পরিবর্তন মোকাবেলা সারাবিশ্বে অত্যন্ত চ্যালেঞ্জের। সময়ের সাথে বর্তমান প্রজন্মের মাঝে তা মোকাবেলায় চেতনা সৃষ্টি করাও দারুন উদ্যোগ।