ওয়ানডে সুপার লিগের তিন নম্বরে থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। আর তাই সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ শুরু করেছিল টাইগাররা। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা হারের মুখ দেখে সাকিব আল হাসানের দল। গতকাল (শনিবার) নেদারল্যান্ডসের কাছে লজ্জার হারে হতাশার ষোলকলা পূর্ণ করেছে বাংলাদেশ। আর তাই ‘স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ’ স্বীকার করেছেন অধিনায়ক সাকিব।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কাউকে দোষারোপ না করে সাকিব বলেন, ‘কাউকে দোষ দেওয়াটা ঠিক হবে না। আমরা যে ১৫ জন আসছিলাম, এর (দলের বর্তমান অবস্থা) থেকেও ভালো আমাদের দল। আমরা যা পারি তার কিছুই করতে পারিনি।’
বিশ্বকাপে বাংলাদেশের এটাই সবচেয়ে বাজে পারফরম্যান্স কিনা— এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন, আমি দ্বিমত পোষণ করব না। এটা বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ।’