পাবনায় ভোক্তা অধিকার বাস্তবায়ন সেমিনার অনুষ্ঠিত

// পাবনা প্রতিনিধি : পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনাওে মুল প্রবন্ধ উপাস্থাপন করেন ভোক্তা অধিকার অধিদপ্তর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল আহমেদ, কৃষি সম্প্রসারণ কার্যালয়ে ডিডি ড. জামাল উদ্দিন, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, চেম্বার্স অব কর্মাসের সহসভাপতি ফোরকান রেজা বিশ^াস বাদশা, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, সাজ্জাদ হোসেন বাচ্চু, ডা. সেলিম মোর্শেদ. সাংবাদিক শফিক আল কামাল প্রমূখ ।
জেলা প্রশাসক বলেন সবাই কখন ও ক্রেতা কখনও বিক্রেতা। ভেজাল জিনিস বিক্রি কওে ভেজাল পণ্য কিনে খাচ্ছি। এই হলো আমাদেও অবস্থা। সবাইকে বিবেকের কাছে প্রশ্ন রেখে কাজ করলে ভোক্তা অধিকার বাস্তবায়ন হবে।
উপাস্থাপনায় ছিলেন সহকারী কমিশনার লুৎফর নাহার শারমিন।