// সঞ্জু রায়, বগুড়া: বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান বিপিএম-বার, পিপিএম বার বলেছেন, সম্প্রীতির এই বাংলাদেশে শারদ উৎসবকে ঘিরে কেউ কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রতি বছরের ন্যায় এবারও কঠোর নিরাপত্তার চাদরে বগুড়াসহ রাজশাহীর ৮টি জেলায় সুষ্ঠু পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে যা শেষ পর্যন্ত নির্বিঘ্নেই হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শারদীয় উৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয় এটি বাঙালির প্রাণের উৎসব। ধর্ম, বর্ণ, নির্বিশেষে একে অপরের প্রতি সৌহার্দ্যবোধ বজায় রেখে এই উৎসব উদযাপনের লক্ষ্যে সকল কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ডিআইজি আনিসুর রহমান।
রবিবার সন্ধ্যায় বগুড়া শহরের চেলোপাড়া দুর্জয় ক্লাবে অনুষ্ঠিত অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।
বিশিষ্ট ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজের উদ্যোগে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম।
সাংবাদিক সঞ্জু রায়ের পরিচালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে স্নিগ্ধ আখতার (প্রশাসন), মোতাহার হোসেন (ডিএসবি), শরাফত ইসলাম (সদর সার্কেল), বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ বিশ্বাস প্রমুখ।
সাম্প্রদায়িক সম্প্রীতিতে সকলের সাথে শারদ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ শেষে ডিআইজি আনিসুর রহমান বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামন্ডপ পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি তদারকি করেন।