// পাবনা প্রতিনিধি :“ আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যে পাবনায় র্যালী আলোচনা সভাসহ নানা আয়োজনে জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২৩ পালিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ে শেষ হয়।
বিআরটিএ ও জেলা প্রশাসনের আয়োজনে র্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও তথ্যচিত্র উপাস্থাপন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশী মো, আবুল মনসুর আহমেদ, বিআরটিএর এডি মো. আব্দুল হালিম, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, কেন্দ্রিয় যুবলীগ নেতা প্রকৌশলী আবু রায়হান রুবেল, নিসচার জেলা সভাপতি গোলাম হাসায়েন কোয়েল , ফারুক হোসেন প্রমূখ ।
জেলা প্রশাসক বলেন বর্তমানে সড়ক যোগাযোগের উন্নতি হয়েছে। যানবাহনের মান বেড়েছে। আমরা সড়কআইন জানি কিন্তু মানিনা। বিবেক ঠিক রেখে পথ চললেই দুর্ঘনা কমে আসবে।