// রফিকুল ইসলাম সুইট : জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি স্মার্ট বাংলাদেশ বিনির্মানের একটি বিষেশ ভিত্তি। সাম্প্রদায়িক সম্প্রীতি এ অঞ্চলের মানুষের হাজারো বছরের ঐতিহ্য ও চেতনা। মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান একই আলোবাতাসে বেড়ে উঠেছে মুক্তযুদ্ধ করেছে বর্তমানে দেশ গড়ছে। আসন্ন দুর্গাপুজা পাবনায় অনুষ্ঠিত হবে সাম্প্রদায়িক সম্প্রীতিতে। ৩৬১ টি পুজামন্ডপে দুর্গাপুজা নির্বিঘেœ স্বত:ফুর্ততায় সর্বজনিন করলে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা ডিসি এসব কথা বলেন।
সভা সুত্রে জানাযায়, দুর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দও রাখতে ব্যবস্থা নেয়া হয়েছে। সকল অফিসের ওয়েব পোর্টাল ও সিটিজেন ভয়েস আপডেট করতে বলা হয়েছে। এপিএ বাস্তবায়ন করতে বলা হয়েছে। ডেঙ্গু সর্ম্পকে সচেতন থাকতে বলা হয়েছে।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, এএসপি আরজুমা, সংবাদ পত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক কর্মকর্তা সিদ্দিক মো. ইউসুব রেজা, জেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আল নাঈম, পাসপোর্ট এডি মাজহারুল ইসলাম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, এডি বিএডিসি(বীজ) রফিকুল ইসলাম, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম প্রমূখ।