সুন্দরগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতায়

// হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ 

 গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তারাপুর ইউনিয়নের লাঠশালার চরে তিস্তা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বেলকা ইউনিয়নের একাত্তুরের মা জননী নৌকার মজিবুর রহমান মজি এবং তারাপুর ইউনিয়নের সোনার বাংলা নৌকার সিরাজুল ইসলাম প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় একাত্তুরের মা জননী নৌকার মজিবুর রহমান মজি চ্যাম্পিয়ান হয়। বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম সরকার রেজা, আওয়ামীলীগ নেতা  আব্দুর রাজ্জাক, শরিফুল ইসলাম, তাজুল ইসলাম প্রমূখ। পরে বিজয়ী দলকে গরু এবং বিজীত দলকে ছাগল পুরস্কার দেয়া হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা দেখার জন্য নদীপাড়ে  উসুক জনতার উফছে পড়া ভীড় ছিল চোখে পড়ার মত।