// ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় এসোসিয়েসন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভলপমেন্ট (এএলআরডি) এর সহযোগিতাত টুগেদার ফর সার্ভি স আব পিপল (টিএসপি) ও উপজেলা এনজিও সমন্বয় কমিটি (উইএনসিসি) ভাঙ্গুড়ার উদ্যোগে নদী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে উপজেলার অষ্টমনীষা ইউনিয়নে এসব কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসমিয়া আক্তার রোজী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, অষ্টমনীষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলীসহ এনজিও প্রতিনিধি সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ধারনাপত্র পাঠ ও বিশদভাবে আলোচনা করেন সরকার মোহাম্মদ আলী পরিচালক টিএসপি । আলোচনা সভায় বক্তারা বলেন যে ভাবে নদী গুলো দখল ও দুষন হচ্ছে ,নদীপথে সারা বছর নৌ যান চলাচলের ব্যবস্থা রাখতে হবে তাতে আমাদের এলাকার কোন নদীর অস্তিত্ব থাববে না । অতএব , অতিদ্রুত সিএস রেকর্ড অনুযায়ী দখল মুক্ত করা এবং কোন বর্জ্য ও আবর্জনা নদীতে যেন না ফেলতে পারে এদিকে স্বানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন জরুরী পদক্ষেপ নেয় ।
এসি ল্যান্ড তাসমিয়া আক্তার রোজী বলেন অতিদ্রুত ইউনিয়ন ভুমি অফিসের মাধ্যমে নদীর দখলদারদের তালিকা করে তা জাতীয় নদী রক্ষা কমিশনে পাঠাবো । এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি ।