চরভদ্রাসন ভুবনেশ্বর নদে কুমির দেথা গেছে, এলাকাজুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে

// সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি-

ভুবনেশ্বর নদে কুমির দেখা গেছে। আর এ খবর পেয়ে এলাকাজুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে। এলাকায় মাইকিং করে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে ফরিদপুরের চরভদ্রাসনে গাজীরটেক ইউনিয়নের ব্যাপারী ডাঙ্গী গ্রামে লোকমান মাতুব্বরের বাড়ির কাছে দেখা যায় কুমিরটি। সন্ধ্যার পর এ ঘটনা জানাজানি হলে চরভদ্রাসন থানা পুলিশ স্থানটি পরিদর্শন করে।

রাত ১১টার দিকে বেপারীডাঙ্গী গ্রামে গিয়ে দেখা যায় লোকমান মাতুব্বরের বাড়ির কাছে একটি বাঁশের সাঁকোর নিচে কুমিরটি অবস্থান করছে। ১০ মিনিট ১৫ মিনিট পরপর ভেসে উঠে আবার পানিতে ডুব দিচ্ছে কুমিরটি।

গ্রামের বাসিন্দারা জানান, সন্ধ্যার পর কুমিরের বিষয়টি জানাজানি হয় এবং এশার আজানের পর মাইকে কুমিরের বিষয়ে এলাকাবাসীকে সতর্ক করা হয়।

চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক রাকিব হোসেন বলেন, কুমিরের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। কুমিরটি দেখতে পেয়ে সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। এলাকাবাসীকে সতর্ক করে এসেছি। দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।