নাটোরের নলডাঙ্গায় দস্যুতা মামলার প্রধান আসামী গ্রেফতার

// নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা থেকে রেজাউল ব্যাপারী (৩৩) নামে দস্যুতা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যার পর পাটুল বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রেজাউল ব্যাপারী নলডাঙ্গা থানার একটি দস্যুতা মামলার পলাতক আসামী। গ্রেফতারকৃত রেজাউল ব্যাপারী নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ পুর্বপাড়া গ্রামের মৃত নবীর উদ্দিন ব্যাপারীর ছেলে।র‌্যাব-৫ নাটোর ক্যা¤েপর কো¤পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক স›জয় কুমার সরকার জানান,গত ২৩ সেপ্টেম্বর বিকেলে দস্যুতা মামলার বাদি মোঃ জসিম উদ্দিনের বড় ভাই মোঃ জাহাঙ্গীর আলম তার শশুর বাড়ি পিপরুল গ্রাম থেকে নগদ ২ লাখ টাকা নিয়ে সন্ধায় মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বাঁশভাগ পূর্বপাড়া এলাকায় বিপরীত দিক থেকে রেজাউল ব্যাপারী তার সহযোগী সহ মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে তার পথরোধ করে। এসময় তারা লোহার রড দিয়ে জাহাঙ্গীর আলমকে এলোপাথারী মারপিট করে এবং তার কাছে থাকা ২ লাখ ছিনিয়ে নেয়। স্থানীয়দের এগিয়ে আসতে দেখে পিস্তল উচিয়ে ভয় দেখিয়ে তারা পালিয়ে যায়। এঘটনায় জাহাঙ্গীর আলমের ভাই জসিম উদ্দিন বাদি হয়ে নলডাঙ্গা থানায় একটি দস্যুতা মামলা দায়ের করেন। র‌্যাব কর্মকর্তা আরও জানান, রেজাউল ব্যাপারীকে গ্রেফতারের পর ডিবি পুলিশের মাধ্যমে নলডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।
নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম জানান, আদালতের মাধ্যমে রেজাউল ব্যাপারীকে জেল হাজতে প্রেরন করা হয়।