‘জনপ্রিয় লেখক ও রাজনীতিবিদ মহসীন ভূইয়া’

// আজিম উল্যাহ হানিফ
১৯৮০ সালের ২৫ সেপ্টেম্বর কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের মাহিনী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা- হাজী আবদুল খালেক ভূইয়া, মাতা- মনোয়ারা বেগম। ৬ ভাই ১ বোনের মধ্যে তিনি ৫ম। মন্তলী মাদ্রাসা থেকে দাখিল, একই মাদ্রাসা থেকে আলিম, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেন। উচ্চতর গবেষনায় অধ্যয়নরত আছেন তিনি। রাজনীতিতে জড়ান ছাত্রজীবনেই। দায়িত্ব পালন করেন রায়কোট ইউনিয়ন ইসলামী একটি দলের ছাত্রসংগঠনের সেক্রেটারি,চট্টগ্রাম বিশ^বিদ্যালয় আলাওহল হলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্রকল্যান সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১১ সালে বাংলাদেশ লেবারপার্টিতে যোগদান করেন। দায়িত্ব পালন করেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি হিসেবে। পরে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে লেবারপার্টি থেকে পদত্যাগ করেন। ২০২০ সালে যোগদেন মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর হাতে গড়া সংগঠন-ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’এ যোগদান করেন। ন্যাপের যুগ্ম মহাসচিব হিসেবে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানী ও মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়ার সাথে সারাদেশ চষে বেড়াচ্ছেন। ন্যাপ বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা, বি-বাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর) অঞ্চলের সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর দক্ষিণ সেক্রেটারি, বাংলার ছাতাল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলনের প্রধান সমন্বয়ক, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ‘কবিতা ও কবিতালয়’ প্রতিষ্ঠাতা সভাপতি, ‘বিশ^ কবিতালয় পরিষদ’র সেক্রেটারি, নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন সদস্য, লাকসাম লেখক সংঘের সদস্য, ভাষাসৈনিক আবদুল জলিল পরিষদ’র (১৯৩৬-২০১৯) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে মহসীন ভূইয়া কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ,কুমিল্লা ক্রিয়েটিভ কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেন। হাউজিং প্রতিষ্ঠান বিএমজি লিমিটেডের চেয়ারম্যান, ভূইয়া-চৌধুরী কর্পোরেশনের স্বত্তাধিকারী,বিসিএস মডেল হাউজিং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দাম্পত্য জীবনে ২ সন্তানের জনক। স্ত্রী ইতিহাস বিভাগে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছেন। রেলস্টেশন ভিত্তিক পথশিশু-ভাসমান শিশু-অটিস্টিক শিশুদের প্রতিষ্ঠান-একটু হাসি ইশকুলের উপদেষ্টা পদে দায়িত্ব পালন করছেন। তিনি একজন জনপ্রিয় লেখক ও সংগঠক হিসেবেও পরিচিত । পরিচ্ছন্ন রাজনীতিবিদ,সামাজিক ব্যক্তিত্ব হিসেবে রয়েছে ক্লিন ইমেজ। সম-সাময়িক বিষয়ে লিখেন কলাম, কবিতা। ‘আলোকিত কুমিল্লা’ নিউজ র্পোটালের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সপরিবারে পবিত্র হজ¦ পালন করার ইচ্ছা রয়েছে তার। বাংলাদেশ ন্যাপ এবার জাতীয় সংসদ নির্বাচনে গেলে-মহসীন ভূইয়া কুমিল্লার ২টি আসন কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ একাংশ) এবং কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই-সদর দক্ষিণ একাংশ) আসনে সংসদ নির্বাচন করার সম্ভাবনা রয়েছে।