নাটোরে অধ্যক্ষকে গালি দিতে নিষেধ করায়অফিস সহকারীকে পেটানোর অভিযোগ সভাপতির বিরুদ্ধে

// নাটোর প্রতিনিধি
নাটোরের জংলী হামিদিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দিনকে গালি দিতে নিষেধ করায় অফিস সহকারীকে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও তার বাবা সাবেক সভাপতি হাসেম ব্যাপারীর বিরুদ্ধে। এঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী অফিস সহকারী মোস্তফা কামাল নাটোর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
নাটোর সদর থানায় দেয়া লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জংলী হামিদিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় রোববার দুপুরে এনটিআরসি’র মাধ্যমে ৯জন শিক্ষক নিয়োগ হয়। এ সব শিক্ষকদের নিকট থেকে আদায় করা টাকা অধ্যক্ষ মাদ্রাসার কাজে ব্যবহারের কথা বললেও সভাপতি রাজি না হয়ে তাকে দিয়ে দিতে বলেন। বিষয়টি নিয়ে এক পর্যায়ে সভাপতি অধ্যক্ষকে গালাগালি করেন। এ সময় অফিস সহকারী বিষয় গুলো নিয়ে অধ্যক্ষকে গালাগালি না করে আলোচনা করার জন্য সভাপতিকে পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে সভাপতি সাইফুল ইসলাম ও তার বাবা সাবেক সভাপতি হাসেম ব্যাপারী অফিস সহকারী মোস্তফা কামালকে মারপিট করেন। বিষয়টি নিয়ে তিনি সোমবার দুপুরে নাটোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে জংলী হামিদিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সভাপতি সাইফুল ইসলাম দাবী করেছেন মারপিট নয়, রোখারুখির ঘটনা ঘটে ছিল সেটা তারা আপোষ করে নিয়েছেন। অফিস সহকারীর সাথে তাদের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে এবং অফিস সহকারী বিএনপির লোক বলেও তিনি দাবী করেন। অফিস সহকারী মোস্তফা কামাল থানায় অভিযোগ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, আপোষ নয়, তিনি এ ঘটনার উপযুক্ত বিচার চান। এর আগে সাবেক সভাপতি হাসেম ব্যাপারী আরো তিন বার এই মাদ্রাসায় শিক্ষকদের সাথে এমন মারপিটের ঘটনা ঘটিয়েছেন বলেও তিনি দাবী করেন। তবে জংলী হামিদিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দিন বলেছেন, আগের দিনের অনাকাংক্ষিত ঘটনাটি সোমবার বিকেলে তিনি ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও তার বাবা সাবেক সভাপতি হাসেম ব্যাপারী এবং অফিস সহকারী ও তার বড় ভাই আব্দুল লতিফকে নিয়ে বসে আপোষ করে দিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছিম আহম্মেদ বলেন, সোমবার সকাল থেকেই তিনি থানাতে নেই। পুলিশ সুপারের কার্যালয়ে মিটিং এ আছেন, ফলে বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসঙ্গত অভিযুক্ত মাদ্রাসা সভাপতি সাইফুল ইসলাম নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সভাপতি এবং তার বাবা হাশেম ব্যাপারী একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি।