// ওসমান গনি (বেড়া) পাবনা
লঘুচাপের প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিপাতে বিপর্যস্ত বেড়া উপজেলার জনজীবন। কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি ও হালকা বৃষ্টিতে পৌর এলাকা সহ উপজেলার নয়টি ইউনিয়নের সকল হাট-বাজার স্কুল , কলেজ রাস্তা-ঘাটগুলো প্রায় জনশূন্য হয়ে পড়েছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ।
বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত মুষলধারে টানা বর্ষণ অব্যাহত থাকায় নিম্ন আয়ের কর্মজীবী মানুষেরা কাজের সন্ধানে বাহিরে যেতে না পারায় চরম বিপাকে পড়েছে এ উপজেলার খেটে খাওয়া সাধারণ মানুষ। অতি বৃষ্টির কারণে আমদানি কমে যাওয়ায় বাজারে সব ধরনের সবজির দামও বেড়েছে। এবং নৃত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম পোহাতে হচ্ছে মানুষের। এদিকে টানা বর্ষণের কারণে উপজেলার চরাঞ্চলের বিভিন্ন নিচু এলাকার বোনা মাষকলাই ক্ষেত তলিয়ে যাওয়ায় মাষকলাই গাছ মরে যাওয়ার শঙ্কা প্রকাশ করছেন কৃষকরা। সেই সাথে পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।