// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মৌলভীবাজার সদর মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ মামলায় বিশেষ ভূমিকা পালন করায় মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী-কে বিশেষ পুরস্কার সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। পুলিশ কনফারেন্স রুমে আজ ৪ অক্টোবর দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) এ বিশেষ পুরস্কার সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান ও মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও থানার অফিসার ইনচার্জগণ। অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন- বিশেষ পুরস্কারের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল। তিনি বিশেষ পুরস্কারের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন। উল্লেখ্য- মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী অত্র থানায় যোগদান করার পর ৫ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং ১ বার সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন।