সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখা’র মানববন্ধন প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক, পাবনাঃ  ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন’ স্লোগান কে প্রতিপাদ্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়  রাখার আহ্বানে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখা পাবনা শহরের পৌর পেপার কর্নারের সামনে আব্দুল হামিদ সড়কে মানববন্ধন প্রদর্শন করে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন  সংগঠনের জেলা শাখার সভাপতি কামরুন্নাহার জলি  উপস্থিত থেকে  বক্তব্য রাখেন  সাধারণ সম্পাদক কামরুন্নাহার জোস্না,  এসময় আরও বক্তব্য রাখেন বাঁচতে চাই এর নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, সম্মনা এনজিও প্রতিনিধি আনোয়ার হোসেন। পড়শী এর নির্বাহী পরিচালক  মালা সরকার, কারিগরি এর নির্বাহী পরিচালক মনোয়ারা পারভীন, সংগঠনের সহ সভাপতি রওশন আক্তার মিন্টু, করুনা নাসরিন, আন্দোলন সম্পাদক মন্জুয়ারা ইয়াসমিন প্রমূখ। বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘ সময় ধরে অসাম্প্রদায়িক, গনতান্ত্রিক, সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বহুমুখী ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করার মতো অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান করে আসছে। আগামী অক্টোবর মাসে শারদীয় দুর্গা উৎসব আয়োজনের পূর্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় জোরদার করার আহ্বান জানিয়েছেন সংগঠনটি। ধর্মের নামে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে। ধর্মকে পুঁজি করে যে মানবতার সংকট তৈরি করা হচ্ছে এই অপশক্তির বিরুদ্ধে সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্ম বর্ণ গোত্র শ্রেনী নির্বিশেষে সকলের অধিকার সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুস্থ সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। এসময় বক্তারা আসন্ন দুর্গা উৎসবে প্রশাসনের নিকট কুচক্রী মহলের যে কোন তৎপরতা রুখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জোর দাবি জানান তারা।