নাটোরে পল্লী বিদ্যুৎ সমিতিতে ৩৭ মিনি ঠিকাদারের পদে ৩১০ জনকে নির্বাচিত করায় নিয়োগ বন্ধের অভিযোগ

// নাটোর প্রতিনিধি
নাটোরে পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যুৎ লাইন নির্মাণ ও রক্ষনাবেক্ষন কাজের জন্য ৩৭জন মিনি ঠিকাদার নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়ে প্রাথমিক ভাবে ৩১০ জনকে নির্বাচিত করা হয়েছে। এতে ৩১০জন যোগ্য প্রার্থীর মধ্যে বাছাই করে অন্য দের বাদ দিতে না পারায় বন্ধ হয়ে আছে ৩৭জন মিনি ঠিকাদার নিয়োগ কার্যক্রম। ভুক্তভুগিরা রোববার দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, দীর্ঘদিন থেকে নির্বাচিত এসব মিনি ঠিকাদাররা কাজ করতে না পেরে বড় ধরনের লোকসানের মধ্যে আছেন।বিষয়টির সুরাহা করার জন্য ভুক্তভুগিরা পল্লী বিদ্যুৎ এর সদর দপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে আবেদন করেও কোন প্রতিকার পাননি বলেও তারা জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের সিনিয়র জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-০১ এর বিদ্যুৎ লাইন নির্মাণ ও রক্ষনাবেক্ষন কাজের জন্য ৩৭জন মিনি ঠিকাদার নিয়োগের জন্য বিজ্ঞাপন দেন। সারাদেশ থেকে পাঁচ শতাধিক মিনি ঠিকাদার পাঁচ হাজার টাকা করে জমা দিয়ে কাজ পাওয়ার জন্য আবেদন করেন। আবেদনকারীদের সকল কাগজপত্র যাচাই বাছাই শেষে পরের বছরের ১৯ অক্টোবর ৩৭জনের স্থলে ৩১০ জনকে প্রাথমিক ভাবে নির্বাচিত হিসেবে তালিকাভুক্ত করেন। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-০১ এর বর্তমান জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ এমদাদুল হক গত ফেব্রুয়ারী মাসে প্রাথমিক ভাবে নির্বাচিত ৩১০ জনকে মিনি ঠিকাদারের সকল কাগজপত্র ও জনবল যাচাই করলেও আজ পর্যন্ত তাদের নিয়োগ দেয়া হচ্ছে না। প্রাথমিক ভাবে নির্বাচিত মিনি ঠিকাদারেরা অভিযোগ করেছেন, ২০২১ সালে আবেদনের সময় অফিসে ৫হাজার টাকা জমা দেয়ার বাহিরেও তাদের সকলকে অতিরিক্ত টাকা গুনতে হয়েছে। তৎকালিন দায়িত্বপ্রাপ্তরা অতিরিক্ত টাকার বিনিময়ে ৩৭জন মিনি ঠিকাদারের বিপরীতে ৩১০ জনকে প্রাথমিক ভাবে নির্বাচিত করেছেন। সেখান থেকে বর্তমানে দায়িত্বপ্রাপ্তরা বাছাই করে বাদ দিতে না পারায় ৩৭জনকে সাময়িক নিয়োগ দিতে পারছে না। ফলে তারা কোন কাজও করছে না। দীর্ঘ দিন থেকে আগের নিয়োগ পাওয়া ১৩জন মিনি ঠিকাদারই সকল কাজ করছেন। তাদের অভিযোগ এই ১৩জন তাদের কাজ কমে যাওয়ার ভয়ে নিয়োগ কার্যক্রম বাধাগ্রস্থ করছে। রোববার ঠিকাদার জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও ঠিকাদার রবিউল করিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক শেখ শাহাবাজ আলী, সদস্য সচিব মোঃ মোরশেদ আলম, যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক ও রবিউল করিম প্রমুখ। এসব বিষয়ে জানতে চাইলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-০১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ এমদাদুল হক বলেছেন, ৩১০টি যোগ্য ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে ৩৭টি প্রতিষ্ঠান বাছাই করতে সময় লাগছে। ঘটনাটি তার সময়ে না হওয়ায় অতিরিক্ত টাকা নিয়ে ৩১০ জনকে প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়েছিল কি না সেটা তার জানা নেই বলে তিনি দাবী করেন।