// রফিকুল ইসলাম সুইট :সর্বজনিন মানবাধিকার ঘোষনায় প্রবীনদেও জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মেও ভুমিকা” প্রতিপাদ্যে পাবনায় উৎযাপিত হয়েছে ৩৩ তম আর্ন্তজাতিক প্রবীণ দিবস ২০২৩।
রবিবার দুপুরে পাাবনা জেলা প্রশান ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বেলা ১২ টায় জেলা প্রশাসন কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ কওে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে মেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসন কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিতে এবং জেলা সমাজ সেবা কার্য়ালয়ের উপ পরিচালক মো. রাশেদুল কবীর এর সঞ্চালনায় এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন- পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদ পত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, প্রবীন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম হেন, অবসর প্রাপ্ত শিক্ষক মো. আব্দুল কাদের মাষ্ঠার প্রমূখ।
এ সময় বক্তরা বলেন, সরকার ব্যাপক কর্মসুচী গ্রহন করেছে। প্রবীনদের শ্রদ্ধা, সেবা ও দায়িত্ব সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। প্রবীণদের প্রতি শ্রদ্ধাবোধ এবং দায়িত্ববোধ থাকলে জাতি উন্নত ও সমৃদ্ধ হবে।