// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে, পিপিআর রোগ নিমূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় “ছাগল ও ভেড়ার পিপিআর টিকা” প্রয়োগের লক্ষ্যে জনসচেতনতামূল সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মৌলভীবাজার সদর এর হল রুমে আজ ২৭ সেপ্টেম্বর। মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস ছামাদ এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জান্নাতুন ফেরদৌসি এর উপস্থাপনায় আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ এ জেড এম ওয়াহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সিনথিয়া কবির, বড়লেখা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন- মৌলভীবাজার সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনুল হক। বক্তব্য রাখেন- দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকশি ইকবাল আহমদ, এআই টেকনিশিয়ান আব্দুল অদুদ রেজবিন। খামারীদের মধ্যে বক্তব্য রাখেন- আমতৈল ছাগল পিজি সভাপতি রুজি বেগম। ভ্যাকসিনেটরদের মধ্যে বক্তব্য রাখেন- একাটুনা ইউনিয়নের আনসার উদ্দিন প্রমুখ। সমাপনী বক্তব্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস ছামাদ বলেন- জনসচেতনার বিকল্প নাই। “ছাগল ও ভেড়ার পিপিআর টিকা” আওতায় নিয়ে আসতে হবে। খামারী, ভ্যাকসিনেটর ও ডাক্তারসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আরো দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানান।