যমুনায় পানি বৃদ্ধি বেড়ায় মাসকলাই চাষ নিয়ে চিন্তিত কৃষক

// ওসমান গনি, বেড়া, পাবনা ঃ
উজানের ঢলের পানিতে যমুনা নদীর পানি ফের বেড়েছে। অসময়ে নদীতে পানি বৃদ্ধিতে বেড়া উপজেলার বিস্তৃত চরাঞ্চলে অর্থকরী ফসল মাসকলাই চাষাবাদ নিয়ে কৃষকরা পড়েছেন চরম বিপাকে। মাসকলাই চাষীরা জানান, আশি^ন মাস মাসকলাই চাষের পুরা মৌসুম। জমিতে মাসকলাই চাষ শুরু করে এসময়ে কৃষকরা। তারা জানান আশি^ন মাস পরার সাথে সাথে অধিকাংশ কৃষক ক্ষেতে মাসকলাই চাষের প্রস্তুতি নিলেও হঠাৎ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নি¤œাঞ্চল আবারো পানিতে প্লাবিত হওয়ার শংকায় মাসকলাই চাষ ব্যহত হচ্ছে। অনেক কৃষক এরই মধ্যে জমিতে মাসকলাই বীজ বোন বা ছিটানোর কাজ শেষ করেছে। কিন্তু পানি বৃদ্ধি পাওয়ায় ঐসব জমি প্লাবিত হওয়ার শংকা দেখা দিয়েছে। পানি বৃদ্ধির কারণে চাষ পিছিয়ে যাওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছে। পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের অর্থকরী ফসল মাসকলাই চাষ ব্যাহত হওয়া প্রসঙ্গে বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবির বলেন, প্রকৃতির উপর তো কারো হাত নেই, নদীতে পানি বাড়তেই পারে। তবে এ ধরণের পানি বেশিদিন থাকবে না। কয়েকদিনের মধ্যে হয়তো পানি কমে যাবে। মাসকলাই চাষের মৌসুম চলছে, এখনই শেষ হয়নি। পানি নেমে গেলেই কৃষকরা চাষাবাদ শুরু করতে পারে। এ নিয়ে চিন্তিত ও হতাশ হওয়ার কিছুই নেই।

কৃষি কর্মকর্তা বলেন, এ বছর বেড়া উপজেলায় মাসকলাই চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ১শ হেক্টর জমিতে। তন্মেধ্যে চরাঞ্চলগুলোতে ১ হাজার হেক্টর জমিতে মাসকলাই চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।