// সঞ্জু রায়, বগুড়াঃ বগুড়ায় রবিবার দুপুরে শহরের চারমাথা পূর্ব পালশায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এসিআই মটরস্ এর ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে ‘মেসার্স মৌমিতা ট্রেডার্সের’ শো-রুম উদ্বোধন হয়েছে। বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে শোরুমের উদ্বোধন করেন জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সাগর কুমার রায় এবং এসিআই মটরস্ এর ডিরেক্টর (সেলস্) আজম আলী।
ফোটনের ডিলার আবু মোত্তালিব মানিকের ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে এসময় ফোটনের কান্ট্রি ম্যানেজার মি. জ্যাক, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, দৈনিক সমকালের উত্তরাঞ্চল প্রতিনিধি লিমন বাশার, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়সহ প্রতিষ্ঠানের জেনারেল এবং কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। একশোটিরও বেশি দেশে উপস্থিতিসহ প্রায় ১ কোটি গাড়ি বিক্রি হয়েছে ফোটনের যা বিশ্বব্যাপী বিক্রয় চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃত। ২০১৯ সাল থেকে এসিআই মটরস্ একমাত্র পরিবেশক হিসেবে ফোটন এর বিভিন্ন বাণিজ্যিক গাড়ি বাংলাদেশে বাজারজাত করছে যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বগুড়ায়। মৌমিতা ট্রেডার্স চারমাথা শোরুমে এখন থেকে ফোটনের ১ টন, ১.২ টন, ১.৫ টন, ৩ টন এবং ৩.৫ টনের পিক-আপসহ অন্যান্য আরো অনেক যানবাহন পাওয়া যাবে। শুধু তাই নয় উক্ত শোরুমে সেলস্, সার্ভিস এবং স্পেয়ার পার্টস সুবিধাও মিলবে যা এই অঞ্চলের পরিবহন খাতে অবশ্যই ইতিবাচক সাড়া ফেলবে মর্মে বিশ্বাস আয়োজকদের।