// হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ ‘দুর্ঘটনা দুর্যোগে, সবার আগে সবার পাশে’ বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ফায়ার সার্ভিস স্ট্রেশনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত উপজেলার গোডাউন পাড়া মোড় ফায়ার সার্ভিস’র নিজ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকার এসজিপি পিএসসি পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা, সহকারী পুলিশ সুপার জয়ব্রত, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহান হোসেন,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন সহ ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স রাজশাহীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ সাপাহার ডিফেন্সের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা গন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাপাহার থানা পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।