// নাটোর প্রতিনিধি
বাঙালি সংস্কৃতি ও চলনবিলের ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে সিংড়া উপজেলার আত্রাই নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী “চলনবিল নৌকাবাইচ উৎসব-২০২৩” অনুষ্ঠিত হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহ্মেদ পলক এমপি’র উদ্যোগে সিংড়ার আত্রাই নদীতে আয়োজিত হয়েছে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ নৌকাবাইচ উৎসব। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় নৌকাবাইচের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিকেল সোয়া ৫টা পর্যন্ত এ নৌকাবাইচ চলছিলো।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান, সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।
নৌকাবাইচের ১ম পুরষ্কার একটি ১৬৫ সিসি মোটরসাইকেল।